দাদু নেই আর

 শৈশবে যার হাত ধরে, যার আদরে বেড়ে উঠি, যদি আমার জীবনকালের একমাত্র সুখের স্মৃতির পাতা কেউ আমাকে খুঁড়ে আনতে বলে তাহলে একটা মাত্র নাম আমার মন থেকে ওঠে আসবে, - দাদু। আমার বাপের বাপ। দাদুর মৃত্যুর পর পৃথিবীতে আজ দাদু বিহীন একটি দিন। . সম্পর্কের সূতোর মতো এমন অভেদ্য সূতো জগতে আর একটিও নেই। ভালোবাসা বুকের নিবিড় জমিনে বেড়ে উঠে সযত্নে। আমাদের সম্পর্ক একদম নাভীমূল থেকে উৎসারিত ছিলো এই সত্যটুকু আমরা জানি দাদু, তাই তোমার অস্তিত্বহীনতা নিয়ে আমার কোন ভ্রুক্ষেপ নেই। ভালোবাসাতো পাত্র বিচারে হয়না, উপস্থিতি কিংবা অনুপস্থিতিও মুখ্য নয়। ভালোবাসা ভালোবাসারই মত চিরন্তন বহতা নদীর স্রোত—সে জানে না নদীর অপারগতা কিংবা চরের দুর্দণ্ড প্রতাপশালী মনোভাব। ভালোবাসা কেবল বহিয়াই চলে, কেবল বহিয়াই চলে। . কেউ যেনো ভুল করেও তোমার উপর বিরক্ত না হয় এরকম একটা দিনে তুমি নিজেকে গুটিয়ে নিলে—একেবারে চুপচাপ, কাউকে তোমার কষ্ট বুঝার আক্ষেপটুকু পর্যন্ত না দিয়ে। কে জানে, পিছে আবার কে বিরক্ত হয় তোমার শেষবেলাতে? জগতে তুমিতো কম দেখোনি মানুষের প্রতাপী মুখ। তোমার গর্ভের সন্তানেরা পর্যন্ত তোমাকে কম শেখায়নি, দাদু। তুমি একদম বুদ্ধিমানের ম...

আমি নেই আমাতে

যত ইচ্ছে আঁধারের প্রেমে পড়ো, আমি কোনও অপ্রত্যাশিত অনুযোগ করবোনা, প্রতিদিন অজস্র বৃষ্টি কনা এসে আমার ছোট বারান্দায় পড়ে থাকে, কখনও রোদ্দুর কখনওবা দমকা বাতাসে উড়ে আসা শুকনো পাতা, আমি আগ্রাসী পথিক নই, কখনও রাতভর স্বপ্নও বিকোইনি, আমি শুধু অবাক বিস্ময়ে চেয়ে থাকা এক সর্বনাশী সুখ, একটি ছোট বারান্দা আর ঘুন পড়া ইজি চেয়ারটাই আমার প্রতিদিনের প্রাণশক্তি।মাঝে মাঝে যখন শিলাবৃষ্টি হয় আমি তখন দু হাত উজাড় করে শিলার স্পর্শ নিই,ঝড়ের সাথে আমার আমৃত্যু বন্ধুত্ব ,কখনও সে তোলপাড় করে দেয়, কখনও আবেগের বাঁধ উন্মোচন করে। অযথাই পারিপার্শ্বিক বাঁধন খুঁজি, বেলা অবেলায় নিজের মাঝে নিজেকে খোঁজা হয়না কখনও। তোমাতে বিনা আজকের আমার আমিত্তের অন্বেষণ, দেখি, নিজ দেহ আর আত্মার সাংঘরসিক রূপরেখা আমাকে জীবনের পথ দেখাতে পারে কিনা? সবসময় তো অন্যের অন্তরে নিজের বেঁচে থাকার উন্মাদনা আবিস্কার করতে চেয়েছি।এবার তোমার রাত্রিপ্রিয়তাকে সম্বল করে যদি আরও একটা নতুন ভোর খুজে পাই ক্ষতি কি?তুমি জানো অন্ধকার আমারও খুব প্রিয়, রাতের আকাশে নক্ষত্ররা উন্মুক্ত হয়, মেঘের সাথে লুকোচুরি করে বাতাস, রাতের বেলা কোলাহল তার আভিজাত্য কে সমর্পণ করে ঘুমের রাজ্যে। নির্জনতা, একাকীত্ব, না থাকার হাহাকার আর অস্থিরতার নিরাপদ নিবাস এই অন্ধকার। দিনের আলোতে যতই জীবন উন্মুক্ত করিনা কেন রাতের অন্ধকারেই আমিত্তের সুনির্দিষ্ট উন্মোচন। এখনও আমি রাতের জন্য অপেক্ষা করি, কখন রাত হবে আর কখন নিজেই নিজেকে ফিরে পাব শুধু নিজের জন্য। কিন্তু সেটা কখনই হয়ে ওঠেনা কারন আমিতো শুধু আমিতেই সম্পৃক্ত নই আমার জীবন তোমাতেও জীবন ভর বিস্তৃত।

Comments

Popular posts from this blog

দাদু নেই আর

ব্যথার আদরে অবুঝ আঙুল রাখলাম

ভালবাসার গুরুত্ব