দাদু নেই আর

 শৈশবে যার হাত ধরে, যার আদরে বেড়ে উঠি, যদি আমার জীবনকালের একমাত্র সুখের স্মৃতির পাতা কেউ আমাকে খুঁড়ে আনতে বলে তাহলে একটা মাত্র নাম আমার মন থেকে ওঠে আসবে, - দাদু। আমার বাপের বাপ। দাদুর মৃত্যুর পর পৃথিবীতে আজ দাদু বিহীন একটি দিন। . সম্পর্কের সূতোর মতো এমন অভেদ্য সূতো জগতে আর একটিও নেই। ভালোবাসা বুকের নিবিড় জমিনে বেড়ে উঠে সযত্নে। আমাদের সম্পর্ক একদম নাভীমূল থেকে উৎসারিত ছিলো এই সত্যটুকু আমরা জানি দাদু, তাই তোমার অস্তিত্বহীনতা নিয়ে আমার কোন ভ্রুক্ষেপ নেই। ভালোবাসাতো পাত্র বিচারে হয়না, উপস্থিতি কিংবা অনুপস্থিতিও মুখ্য নয়। ভালোবাসা ভালোবাসারই মত চিরন্তন বহতা নদীর স্রোত—সে জানে না নদীর অপারগতা কিংবা চরের দুর্দণ্ড প্রতাপশালী মনোভাব। ভালোবাসা কেবল বহিয়াই চলে, কেবল বহিয়াই চলে। . কেউ যেনো ভুল করেও তোমার উপর বিরক্ত না হয় এরকম একটা দিনে তুমি নিজেকে গুটিয়ে নিলে—একেবারে চুপচাপ, কাউকে তোমার কষ্ট বুঝার আক্ষেপটুকু পর্যন্ত না দিয়ে। কে জানে, পিছে আবার কে বিরক্ত হয় তোমার শেষবেলাতে? জগতে তুমিতো কম দেখোনি মানুষের প্রতাপী মুখ। তোমার গর্ভের সন্তানেরা পর্যন্ত তোমাকে কম শেখায়নি, দাদু। তুমি একদম বুদ্ধিমানের ম...

যাত্রা অন্তহীন

মুক্ত হয়েও তোমার অন্তরাত্মা আজ ভীষণ দ্বিধাগ্রস্থ,তুমি যখন হেঁটে যাও,সবগুলো বীভৎস মুহূর্ত পিছনে ফেলে যাও, অথচ কোনও ভাবেই তোমার ছায়াকে পেছনে ফেলতে পারনা,পারবেওনা কখনও, কারন তুমি সূর্যের আলোতে ছুটে চলা পথিক।যে জীবন থেকে বিচ্ছিন্ন হতে চায়,আবার দিনভর আলোর আলিঙ্গন চায় সে কখনও একা হতে পারেনা,সে নিতান্তই নিরঙ্কুশ যৌথবাদী।যদি পারো কখনও কৃষ্ণপক্ষের রাতে মায়ার সুতো কেটে একা একা হেঁটে যাও সমুদ্রতটে, উপকুলে, অরন্যে কিংবা জনমানবহীন কংকাল দ্বীপে,তুমি সব একাকিত্তের সুখ পাবে এখানে।এই মুহূর্তে স্বপ্নের পরবাসি পাখি হয়েও তুমি মিছে অভিমানে আসক্ত।বিকেলটা কাটিয়ে দিলে দখিনা ব্যালকনিতে বেশ,অথচ সন্ধ্যাটা পাশ ফেরানো রয়েছে,তুমি চোখ ফিরালেই থরে থরে সাজান জোনাকিরা হবে সব নিরুদ্দেশ।কাচা মিঠে বকুনীতে চোখ রাঙ্গাবে ঠিক জানি,কি করবো বল আঙ্গুল ছোঁয়ানো নিষেধ তাই জোসনার আলোয় চকচক করা তোমার ঠোঁটের স্ফুলিঙ্গে কোনও আভিজাত্য খুজিনি।আজ এতদুরে থেকেও নীলমানব হয়ে কষ্টের সঞ্চারী আমি,একটু একটু করে রঞ্জিত হচ্ছি, তোমার দৃষ্টির অগোচরে।আর মাত্র একটা সুতোর প্রবাল দ্বীপ পেরুলেই অন্তহীন সমুদ্রের দেখা পাব।তুমি পিছুটান ফেলে আসো, সপ্ন,ছায়া, মায়া সব, সব।এরপর শুরু হবে দিগন্তহীন যাত্রা।জোয়ারের জলে দুঁহাতে ঢেউ কাটে সোনালি মাছ, প্রতীক্ষার ছেদ কেটে তুমি যতবার দ্বিধাগ্রস্থ হউ, আমি ততবার তোমার হাত ছুয়ে স্মৃতিতে জমা পলি সরিয়ে ভাবনার পথ করে দেই, তুমি সেই পথে দিগন্ত পাড়ি দাও শূন্য হাতে,কোথাও কোনও পিছুটান নেই, কোনও ছায়াও নেই।শুধু তুমি আর আমি, একবারও বুঝতে দেইনা এ যাত্রা অন্তহীন।

Comments

Popular posts from this blog

দাদু নেই আর

ব্যথার আদরে অবুঝ আঙুল রাখলাম

ভালবাসার গুরুত্ব