দাদু নেই আর

 শৈশবে যার হাত ধরে, যার আদরে বেড়ে উঠি, যদি আমার জীবনকালের একমাত্র সুখের স্মৃতির পাতা কেউ আমাকে খুঁড়ে আনতে বলে তাহলে একটা মাত্র নাম আমার মন থেকে ওঠে আসবে, - দাদু। আমার বাপের বাপ। দাদুর মৃত্যুর পর পৃথিবীতে আজ দাদু বিহীন একটি দিন। . সম্পর্কের সূতোর মতো এমন অভেদ্য সূতো জগতে আর একটিও নেই। ভালোবাসা বুকের নিবিড় জমিনে বেড়ে উঠে সযত্নে। আমাদের সম্পর্ক একদম নাভীমূল থেকে উৎসারিত ছিলো এই সত্যটুকু আমরা জানি দাদু, তাই তোমার অস্তিত্বহীনতা নিয়ে আমার কোন ভ্রুক্ষেপ নেই। ভালোবাসাতো পাত্র বিচারে হয়না, উপস্থিতি কিংবা অনুপস্থিতিও মুখ্য নয়। ভালোবাসা ভালোবাসারই মত চিরন্তন বহতা নদীর স্রোত—সে জানে না নদীর অপারগতা কিংবা চরের দুর্দণ্ড প্রতাপশালী মনোভাব। ভালোবাসা কেবল বহিয়াই চলে, কেবল বহিয়াই চলে। . কেউ যেনো ভুল করেও তোমার উপর বিরক্ত না হয় এরকম একটা দিনে তুমি নিজেকে গুটিয়ে নিলে—একেবারে চুপচাপ, কাউকে তোমার কষ্ট বুঝার আক্ষেপটুকু পর্যন্ত না দিয়ে। কে জানে, পিছে আবার কে বিরক্ত হয় তোমার শেষবেলাতে? জগতে তুমিতো কম দেখোনি মানুষের প্রতাপী মুখ। তোমার গর্ভের সন্তানেরা পর্যন্ত তোমাকে কম শেখায়নি, দাদু। তুমি একদম বুদ্ধিমানের ম...

রুদ্ধ জীবন

আমি দূরত্ব বুঝিনা তাই জীবনটা রুদ্ধ হলেও ইচ্ছেগুলো ছিল নির্বিশঙ্ক।কখনও বিচলিত, কখনও ভাবলেশহীন।সামাজিক ব্যাধিগুলো বিচ্ছিন্ন,বিয়োগান্তক হলেও বেশিরভাগ সময়ে জন্মজঠরে নতুন করে অংকুরিত হয়।আমি হই বেদনাহত আর স্বপ্নগুলো হয় অবিচ্ছিন্ন।এভাবেই, কাটবে, কেটে যাচ্ছে, নানারকম অজুহাতে ভর করে কালক্ষেপণ করে চলেছি জীবন প্রবাহে। নিজের সাথে এ এক অদ্ভুত প্রতারনা।এবারের প্রবারনা পূর্ণিমায় ফানুশ উড়িয়ে স্বপ্নযুদ্ধ রোধ করতে ছেয়েছিলাম,কিন্তু কি করে হবে বল?আনন্দ আর কষ্টের সন্ধিতে প্রকাণ্ড এক ফাটল, যার ফাক গলে কর্কট ব্যাধির মতো আবারও কষ্টগুলো জেঁকে বসেছে পুরোটা অস্তিত্ব জুড়ে।চারিপাশটা এতো বেশী নির্জন,যে কখনও কখনও মনে হয় আমি একজন পুরদস্তুর দ্বৈপায়ন। চারিধারে অথৈ সমুদ্র অথচ আজীবনকালের তৃষ্ণা ভর করেছে বুক জুড়ে।প্রতিদিন সকাল সন্ধ্যা জল তরঙ্গ দেখি আর মন মাঝির টাবুরে নাওয়ের অপেক্ষা করি।অরণ্যের বুক চিরে কবিতায় থিতু হবে এমনই এক কাব্যিক দুর্বৃত্তের খোঁজ করি প্রতিক্ষণে।যে কচুরিপনার ফুলে সুখ জড় করে প্রতিটি স্পন্দন কে স্থিমিত করে দেবে, এরপর রাত জুড়ে শিশির আর আঁধারের দ্বৈরথে রাধাচূড়ার আলপনা এঁকে ভালবাসার চৌকাঠে পা রেখে দুহাত ভরে স্বপ্ন ঢেলে দেবে।আজ তার দেখা পেলাম,কখনও কবিতায় দেখি, কখনও জিবন গল্পে দেখি তাকে।দু হাতে সে স্বপ্ন জড় করে আর আমি মুগ্ধতা পান করি।তুমি আসবে জানতাম ,তবে এতো আয়োজন করে আসবে সেটা ভাবিনি।কোনরকম প্রসাধন ছাড়া,একটি অনাড়ম্বর আগমন আমার জীবনকে আজীবনের স্থুতি গাইতে শেখাল। হয়তো এখানেই শেষ কিংবা এখানেই শুরু।তাতে কি আসে যায়,তোমার সৃষ্টিতে বিলীন হয়ে যেতে চাই অসমাপত কাব্য হয়ে।

Comments

Popular posts from this blog

দাদু নেই আর

ব্যথার আদরে অবুঝ আঙুল রাখলাম

ভালবাসার গুরুত্ব