আরেকটা স্মৃতি হবো
- Get link
- X
- Other Apps
একদিন চুপ করে ঘুমিয়ে যাবো। ঝুম বৃষ্টি নামার আগেই । বৃষ্টিফোটা আমার খুব পছন্দ । স্পর্শ করলেই সব নীরবতা ভেঙে একটা অদ্ভুত মুখরতায় মাতি।গাইতে পারিনা তবে প্রিয় কন্ঠের গানটা ঠিকই শোনা হয়।তা মুখর বাদল দিন হোক অথবা গভীর রাতে জোছনা নেমে আসা প্রহরে হোক। একদিন চুপ করে ঘুমিয়ে যাবো।অতঃপর আরেকটা স্মৃতি হবো।
আজকাল নিজেকেই অচেনা লাগে । নিজের মুখোমুখি দাঁড়ালে । কিছু সুখাবেশ,কোলাহল চুপ করে চলে গেছে আড়ালে । আড়ালে চলে যাওয়াটা আমার একদম পছন্দ নয়।বরং সামসামনি বসে আড্ডার ঝড় তোলাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।আমি মুগ্ধ হই ।মানুষের কথা শুনে,আকাশের নীল দেখে। খুব মুগ্ধ হই প্রিয় কন্ঠের গানে।যখন মুগ্ধ হই তখন ইচ্ছে হয় সহস্র বছর বেঁচে থাকি । বেঁচে থেকে আরেকটা লিরিক লিখি।আরেকটা গল্পের কল্পনায় মগ্ন হই।
মাঝে মাঝে জীবনটাকে অদ্ভুত লাগে।জীবন বড্ড রহস্যময়। কোন পথে চলতে হবে তা অজানাই থাকে চলার আগ পর্যন্ত।কি ঘটবে তা কেউ বলতে পারেনা। স্বপ্নকে ধারণ করে আমাদের সামনে চলতে হয়।
সত্যি জীবন বড্ড অদ্ভুত ।কিছু কিছু মানুষকে প্রথম বিশেই থেমে যেতে হয় ।কেউবা তিনটে বিশ দেখতে পারে। জীবন এবং নিয়তি পরস্পর সমান্তরাল। জীবনের গতি একমুহূর্তও এদিক সেদিক হয়না নিয়তির নির্দেশনা থেকে। জীবনের মূল্যটা মানুষ বুঝতে পারে যখন তার হাতে অল্প কিছুদিন সময় থাকে জীবনের পথে চলার।এবং সে সেটা জেনে ফেলে। তাই সময়কে মূল্যায়ন করাটা খুব জরুরী। যতক্ষণ বেঁচে আছ বাঁচার মতো বাঁচো ।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment