দাদু নেই আর

 শৈশবে যার হাত ধরে, যার আদরে বেড়ে উঠি, যদি আমার জীবনকালের একমাত্র সুখের স্মৃতির পাতা কেউ আমাকে খুঁড়ে আনতে বলে তাহলে একটা মাত্র নাম আমার মন থেকে ওঠে আসবে, - দাদু। আমার বাপের বাপ। দাদুর মৃত্যুর পর পৃথিবীতে আজ দাদু বিহীন একটি দিন। . সম্পর্কের সূতোর মতো এমন অভেদ্য সূতো জগতে আর একটিও নেই। ভালোবাসা বুকের নিবিড় জমিনে বেড়ে উঠে সযত্নে। আমাদের সম্পর্ক একদম নাভীমূল থেকে উৎসারিত ছিলো এই সত্যটুকু আমরা জানি দাদু, তাই তোমার অস্তিত্বহীনতা নিয়ে আমার কোন ভ্রুক্ষেপ নেই। ভালোবাসাতো পাত্র বিচারে হয়না, উপস্থিতি কিংবা অনুপস্থিতিও মুখ্য নয়। ভালোবাসা ভালোবাসারই মত চিরন্তন বহতা নদীর স্রোত—সে জানে না নদীর অপারগতা কিংবা চরের দুর্দণ্ড প্রতাপশালী মনোভাব। ভালোবাসা কেবল বহিয়াই চলে, কেবল বহিয়াই চলে। . কেউ যেনো ভুল করেও তোমার উপর বিরক্ত না হয় এরকম একটা দিনে তুমি নিজেকে গুটিয়ে নিলে—একেবারে চুপচাপ, কাউকে তোমার কষ্ট বুঝার আক্ষেপটুকু পর্যন্ত না দিয়ে। কে জানে, পিছে আবার কে বিরক্ত হয় তোমার শেষবেলাতে? জগতে তুমিতো কম দেখোনি মানুষের প্রতাপী মুখ। তোমার গর্ভের সন্তানেরা পর্যন্ত তোমাকে কম শেখায়নি, দাদু। তুমি একদম বুদ্ধিমানের ম...

আরেকটা স্মৃতি হবো

একদিন চুপ করে ঘুমিয়ে যাবো। ঝুম বৃষ্টি নামার আগেই । বৃষ্টিফোটা আমার খুব পছন্দ । স্পর্শ করলেই সব নীরবতা ভেঙে একটা অদ্ভুত মুখরতায় মাতি।গাইতে পারিনা তবে প্রিয় কন্ঠের গানটা ঠিকই শোনা হয়।তা মুখর বাদল দিন হোক অথবা গভীর রাতে জোছনা নেমে আসা প্রহরে হোক। একদিন চুপ করে ঘুমিয়ে যাবো।অতঃপর আরেকটা স্মৃতি হবো।

আজকাল নিজেকেই অচেনা লাগে । নিজের মুখোমুখি দাঁড়ালে । কিছু সুখাবেশ,কোলাহল চুপ করে চলে গেছে আড়ালে । আড়ালে চলে যাওয়াটা আমার একদম পছন্দ নয়।বরং সামসামনি বসে আড্ডার ঝড় তোলাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।আমি মুগ্ধ হই ।মানুষের কথা শুনে,আকাশের নীল দেখে। খুব মুগ্ধ হই প্রিয় কন্ঠের গানে।যখন মুগ্ধ হই তখন ইচ্ছে হয় সহস্র বছর বেঁচে থাকি । বেঁচে থেকে আরেকটা লিরিক লিখি।আরেকটা গল্পের কল্পনায় মগ্ন হই।

মাঝে মাঝে জীবনটাকে অদ্ভুত লাগে।জীবন বড্ড রহস্যময়। কোন পথে চলতে হবে তা অজানাই থাকে চলার আগ পর্যন্ত।কি ঘটবে তা কেউ বলতে পারেনা। স্বপ্নকে ধারণ করে আমাদের সামনে চলতে হয়।

সত্যি জীবন বড্ড অদ্ভুত ।কিছু কিছু মানুষকে প্রথম বিশেই থেমে যেতে হয় ।কেউবা তিনটে বিশ দেখতে পারে। জীবন এবং নিয়তি পরস্পর সমান্তরাল। জীবনের গতি একমুহূর্তও এদিক সেদিক হয়না নিয়তির নির্দেশনা থেকে। জীবনের মূল্যটা মানুষ বুঝতে পারে যখন তার হাতে অল্প কিছুদিন সময় থাকে জীবনের পথে চলার।এবং সে সেটা জেনে ফেলে। তাই সময়কে মূল্যায়ন করাটা খুব জরুরী। যতক্ষণ বেঁচে আছ বাঁচার মতো বাঁচো ।

Comments

Popular posts from this blog

দাদু নেই আর

ব্যথার আদরে অবুঝ আঙুল রাখলাম

ভালবাসার গুরুত্ব