মায়াবতী
- Get link
- X
- Other Apps
জানিস তো, ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা ভাঙা চুড়িটা.. কাজে লাগবেনা জেনেও তুলে রাখে..কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ারটানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোন পুরুষবাচক শব্দ নেই।
আমি তর মাঝে এটা দেখি ।
কোনো প্রতিজ্ঞার ঘেরাটোপ নয়,মাথার দিব্যি নয়,গড প্রমিস নয়,তর নিত্যদিনের সব ভাবনায় হোক আমার বাস। কোনো প্রমিস করবো না কখনো,কথা দেব না কতদিন থাকবো একসাথে। আকুতি করবো না মনমন্দিরে স্থান পেতে, বলবো না পাশে থাকবো আজীবন শুধু বলবো,আমৃত্যু অস্তিত্বে মিশে থাকতে চাই ততে। বৌয়ের মত এত কাছের বন্ধু কেউ হয় না রে।
আমি জানি, আমার ছেলেমানুষী, আমার বোকামি, আমার ভূলগুলি, আমার ঘটে যাওয়া দূর্ঘনা, আমার বর্তমান অবস্থা, আমার ভবিষ্যৎ; সবকিছু চোখবুঁজে মেনে নিবে, আর বলবে ওসব নিয়ে ভেবোনা তো। আমার সবকিছু মেনে নিয়ে একান্তই তর করে নিবে। আর এজন্যই তকে অনেক বেশি আপন ভাবি।
......... অতঃপর অতীত।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment