দাদু নেই আর

 শৈশবে যার হাত ধরে, যার আদরে বেড়ে উঠি, যদি আমার জীবনকালের একমাত্র সুখের স্মৃতির পাতা কেউ আমাকে খুঁড়ে আনতে বলে তাহলে একটা মাত্র নাম আমার মন থেকে ওঠে আসবে, - দাদু। আমার বাপের বাপ। দাদুর মৃত্যুর পর পৃথিবীতে আজ দাদু বিহীন একটি দিন। . সম্পর্কের সূতোর মতো এমন অভেদ্য সূতো জগতে আর একটিও নেই। ভালোবাসা বুকের নিবিড় জমিনে বেড়ে উঠে সযত্নে। আমাদের সম্পর্ক একদম নাভীমূল থেকে উৎসারিত ছিলো এই সত্যটুকু আমরা জানি দাদু, তাই তোমার অস্তিত্বহীনতা নিয়ে আমার কোন ভ্রুক্ষেপ নেই। ভালোবাসাতো পাত্র বিচারে হয়না, উপস্থিতি কিংবা অনুপস্থিতিও মুখ্য নয়। ভালোবাসা ভালোবাসারই মত চিরন্তন বহতা নদীর স্রোত—সে জানে না নদীর অপারগতা কিংবা চরের দুর্দণ্ড প্রতাপশালী মনোভাব। ভালোবাসা কেবল বহিয়াই চলে, কেবল বহিয়াই চলে। . কেউ যেনো ভুল করেও তোমার উপর বিরক্ত না হয় এরকম একটা দিনে তুমি নিজেকে গুটিয়ে নিলে—একেবারে চুপচাপ, কাউকে তোমার কষ্ট বুঝার আক্ষেপটুকু পর্যন্ত না দিয়ে। কে জানে, পিছে আবার কে বিরক্ত হয় তোমার শেষবেলাতে? জগতে তুমিতো কম দেখোনি মানুষের প্রতাপী মুখ। তোমার গর্ভের সন্তানেরা পর্যন্ত তোমাকে কম শেখায়নি, দাদু। তুমি একদম বুদ্ধিমানের ম...

সম্পর্ক

সম্পর্ক গুলো বুঝতে হয়।।
কোন সম্পর্কের গভিরতা কত, সেটা যেমন বুঝতে হয়! সম্পর্ক গুলোর স্থায়িত্ব কত সেটাও বুঝতে হয়।
চায়ের দোকানে সিগারেট ধরাতে গিয়ে অপরিচিতি কোন মানুষকে সিগারেট ধরিয়ে দেয়ার ভিতর দিয়েও এক ধরনের সম্পর্কের সৃষ্টি হয়। তারপরে দুই জনে একসাথে চা খাওয়া আর চা খাওয়ার পরে পরস্পরের মাঝে চায়ের বিল দেয়া নিয়ে জোরাজুরি......।। এই ধরনের সম্পর্ক গুলোর সৃষ্টি যেমন চায়ের দোকানে, তেমন ইতিও হয় ওই চায়ের দোকানেই।।

বাবা-মা, ভাই-বোন সব কিছুকে ছাপিয়ে কিছু সম্পর্ক সৃষ্টি হয়। এই সম্পর্ক গুলো সৃষ্টি হয় এক সাথে পথ চলতে চলতে। এই সম্পর্ক গুলোর কোন সংজ্ঞা নেই। কিভাবে টিকে থাকে তাঁর কোন ব্যাখ্যা নেই। এই ধরনের সম্পর্কের শুধু শুরুর গল্প থাকে, শেষ বলে কিছু নাই বলেই হয়তো কিভাবে শেষ হয়, সেই গল্প কারও জানা থাকে নাহ!

এই ধরনের সম্পর্ক গুলো চিরকাল চলে নীরবে। অনেক দিন কোন কথা নাই, দেখা নাই, খোঁজ নেয়া নাই.........তাতে কি? যে দিন দেখা হবে ঠিক সেই দিন-ই ফিরে যাবে তাঁরা তাদের পুরনো সেই দিনে...।। সব দূরত্ব/ বাঁধা গুলোকে পাশ কাটিয়ে ফিরে যাবে তাঁরা তাদের পুরনো সেই আড্ডার আমেজে। মনে হবে, এইতো গতকাল-ই ঠিক এই ভাবে আড্ডা দিয়ে বাসা ফিরেছিলাম দুইজনে।।

যদি কখনও মনে হয় কোন দুইজনের, হোক সে বন্ধু, হোক সে বান্ধুবি, হোক সে গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড.........হোক যে কোন ধরনের-ই সম্পর্ক......।। যদি কখনও কেউ তাদের পথ চলার গল্পের শেষটা লিখতে পারে, তাহলে বুঝতে হবে তাদের মাঝে আসলে কোন সম্পর্ক সৃষ্টি- ই হয়নি।
ও দুঃখিত। হয়েছিলো............ তবে যা হয়েছিলো, তা ওই যে চায়ের দোকানে সৃষ্টি হওয়া সম্পর্কের চাইতে বেশি কিছু নাহ!

Comments

Popular posts from this blog

দাদু নেই আর

ব্যথার আদরে অবুঝ আঙুল রাখলাম

ভালবাসার গুরুত্ব